টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা বললেন সুজন
চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসবে এবারের আসর। আসন্ন আসরে ২০টি দল অংশ নেবে। যা টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি দলের অংশগ্রহণ। আসন্ন এই টুর্নামেন্ট ঘিরে পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের চাওয়া আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকেই শুরু করা উচিত দল গঠনের কার্যক্রম।
আজ (রবিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, 'যারা বিশ্বকাপে খেলবে। যাদের সিলেক্টর, কোচ, অধিনায়ক ও ম্যানেজমেন্ট বিশ্বাস করবে তাদের আসলে জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করা উচিত। কারণ হাতে তো বেশি সময় নেই, এরকম না যে দুইটা ম্যাচ এ খেললো, দুইটা ম্যাচ ও খেললো, আবার দুজনেই ফেইল করলো।'
'তখন পাঁচ নাম্বার ম্যাচে কাকে নিয়ে খেলবেন আসলে। আপনি কনফিডেন্স নষ্ট করলেন দুইটা ছেলের। ওরকম না করে, একটা ছেলেকেই চারটা ম্যাচেই খেলান। যদি দুই ম্যাচে ফেইলও করে, তারপরও সুযোগ থাকবে তৃতীয়-চতুর্থ ম্যাচের রান করে কনফিডেন্স বিল্ডআপ করার।- আরও যোগ করেন সুজন।
ঈদের ছুটি শেষে আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে ডিপিএল। এদিন মুখোমুখি হবে আবাহনী-প্রাইম ব্যাংক। শান্ত-তামিমদের ছাপিয়ে লড়াইটা সালাউদ্দিন এবং সুজনেরও। বিপিএলে পারলেও ডিপিএলে সুজনের সাথে পারেন না সালাউদ্দিন।
সুজন বলেন, 'বিপিএলে যখন সালাউদ্দিনের মুখোমুখি হই, তখন আমার কাছে মনে হয় যে আমি মনে হয় ওর কাছাকাছিও না। এটা তো একটা টিমের ওপর ডিপেন্ড করে। আমি যখন ঢাকা টিম নিয়ে খেলি, তারপরও আমি কুমিল্লাকে হারিয়েছিলাম। ঐ সময় মনে হয় যে একটা পার্থক্য থাকে। কিন্তু প্রিমিয়ার লিগে এসে আমরা কাছাকাছি। সালাউদ্দিনের কোচিংয়ের ধরণ একরকম আমার একরকম। ও যে বাংলাদেশের অনত্যম সেরা কোচ এটা অস্বীকার করার উপায় নেই। বিপিএলে ওর টিম অনেক স্ট্রং থাকে তাই কথা বলার মতো সুযোগই থাকে না কিন্তু প্রিমিয়ার লিগে গত কয়েক বছরে ও আমার সাথে পেরে উঠছে না।'
(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এনবিডব্লিউ)
মন্তব্য করুন