শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪, ১৪:১৩| আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৪:২৭
অ- অ+

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের বাকি দুই দিন। ১৯ এপ্রিল এফডিসিতে হবে ভোটগ্রহণ। সেই ভোটকে সামনে রেখে এখন প্রচারণায় ব্যস্ত প্রার্থী এবং তাদের সমর্থক শিল্পীরা।

গতবারের মতো এবারও শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। এবার তার সভাপতি প্রার্থী সোনালি দিনের নায়ক মাহমুদ কলি।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন নিপুণ। নির্বাচনের ইশতেহার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে ইশতেহার নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা শিগগিরই ইশতেহার দেবো, তখন বিস্তারিত জানাবো।’

নির্বাচন প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আজ থেকে নির্বাচনি প্রচারণায় নেমেছি। এফডিসিতে মানুষের আনাগোনা দেখে বলা যায়, প্রচারণার পরিবেশ খুব উৎসবমুখর।’

নির্বাচনের পরিবেশ নিয়ে নিপুণ বলেন, ‘নির্বাচনের পরিবেশ খুব ভালো। দুই প্যানেলেই সবাই আসছে। সবার সঙ্গে সবাই যোগাযোগ করছে। সব মিলিয়ে বলা যায়, নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।’

এবার শিল্পী সমিতির নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত থাকবে। এই বিষয়টি নিয়ে নিপুণ বলেন, ‘এটা আমার কাছে ভালো মনে হয়েছে। আমাদের নির্বাচন নিয়ে তো ব্যাপকভাবে আলোচনা হয়। আমার তরফ থেকে এটা নিয়ে কোনো সমস্যা নেই।’

নিপুণ আরও বলেন, ‘গত নির্বাচনে আমার কিছু বিষয় নিয়ে অভিযোগ ছিল। সে সময়ে মিডিয়াকর্মীরা আমাকে অনেক সাহায্য করেছেন। আমি সুষ্ঠু নির্বাচন আশা করি। এখন পর্যন্ত যা দেখছি, আমার মনে হচ্ছে, ১৯ এপ্রিল একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি।’

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩, শীর্ষে মোটরসাইকেল
সাবেক মন্ত্রী তাজুলসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা