পাথরঘাটার লোকালয় থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪, ১৭:১৯
অ- অ+

বরগুনার পাথরঘাটার লোকালয়ে চলে আসা দুটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার সকাল ৯টার সময় পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বান্দাকাটা নামক এলাকা থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এই এলাকায় কয়েকটি সক্রিয় হরিণ চোরাকারবারি গ্রুপ রয়েছে, হয়ত তারাই হরিণ দুটি বিক্রির উদ্দেশ্যে লোকালয়ে নিয়ে আসতে পারে। হরিণ রক্ষায় বন বিভাগের নজরদারি বাড়ানোর দাবিও জানান তারা।

জানতে চাইলে, বন বিভাগের জ্ঞানপাড়া বিশেষ টিমের ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, সকালে হঠাৎ করে দুটি চিত্রা হরিণ খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। একপর্যায়ে বেড়িবাঁধের পাশে থাকা জালে একটি হরিণ বেঁধে আটকা পড়ে। কিছুক্ষণ পর দ্বিতীয় হরিণটিও এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে ফরেস্ট ক্যাম্পে নিয়ে আসা হয়। সুন্দরবন খুব কাছাকাছি হওয়ায় ধারণা করা হচ্ছে হয়ত সেখান থেকে হরিণ দুটি ভুল করে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে।

তিনি বলেন, চিত্রা হরিণ বেশি মানুষ দেখলে স্ট্রোক করে মারা যায়, তাই হরিণ দুটি দ্রুত সুন্দরবনে অবমুক্ত করা হবে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ, কেন এ ‘ব্ল্যাক আউট’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মুখপাত্র
গণহত্যা দিবসে জাতীয় পর্যায়ে পালন হবে যেসব কর্মসূচি
আজ জাতীয় গণহত্যা দিবস, কী ঘটেছিল একাত্তরের সেই কালরাতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা