অভাবের তাড়নায় ট্রেনের নিচে মাথা দিলেন বৃদ্ধ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০৭
অ- অ+

রাজবাড়ীতে অভাবের জ্বালায় ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন আজাদ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ।

বুধবার সদর উপজেলার পাঁচুরিয়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাদ মোল্লা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত আবেদ মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গা থেকে ছেড়ে আসা লোকাল 'রাজবাড়ী এক্সপ্রেস' ট্রেন পাঁচুরিয়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে আজাদ মোল্লা ইচ্ছাকৃতভাবে রেল লাইনে মাথা দেন। এতে ট্রেনে কাটা পড়ে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত (ওসি) সোমনাথ বসু এ তথ্য নিশ্চিত করে জানান, আজাদ মোল্লা একজন দরিদ্র মানুষ। তার জমিজমা বা অর্থসম্পদ কিছুই নেই। একমাত্র মেয়ের বিয়ে হওয়ার পর থেকে তিনি একাই বসবাস করতেন। সম্প্রতি দুইবার স্ট্রোক করেছেন তিনি। শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন। একদিকে একাকিত্ব ও অসুস্থতা অন্যদিকে আর্থিক সংকটে চিকিৎসাও করাতে পারছিলেন না। এসব বিষয় নিয়ে মানসিক কষ্টে তিনি ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আজাদ মোল্লার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা