বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে খামারি হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

​​​​​​​নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ১৮:০৪
অ- অ+

বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ট্রেনিং নিয়ে খামারি হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের আয়োজন প্রাণিসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আহ্বান জানান।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বেকার যুবকেরা দেশের বোঝা নয়। এদের ট্রেনিং করিয়ে ঋণের ব্যবস্থা করে দিলে বেকারের সংখ্যা কমে আসবে।

মন্ত্রী আরও বলেন, সরকার দেশের সকল মানুষের উন্নয়নে রূপরেখা প্রণয়ন করেছে। দেশের উন্নয়নে সকলে মিলে অংশগ্রহণ করতে হবে। কোনো কাজকে ছোট মনে না করে নিজেদের প্রস্তুত করতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার দেশের আদিবাসী সম্প্রদায়ের লোকজনের ভাগ্য উন্নয়নে ইতোমধ্যে ছাগল, ভেড়া গরু দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সকলেই নিজের বাড়িতে হাঁস, মুরগী, ভেড়া, ছাগল গরু লালনপালন করলে নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির শাখা ব্যবস্থাপক মোসাদ্দেকুর রহমান শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাণিসম্পদ মেলায় মোট ৪০টি স্টল অংশগ্রহণ করেছে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা