স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ২১:২৬
অ- অ+
প্রতীকী ছবি।

টাঙ্গাইলের ঘাটাইলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন স্বামীও।

শুক্রবার সকালে উপজেলার বানিয়াপাড়া এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাতিজা ফারুক হোসেন জানান, তার চাচা আনিছুর রহমান ঘাটাইল উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা। তার গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাঞ্জানা গ্রামে। তিনি স্ত্রী সন্তান নিয়ে বাসা ভাড়া করে পার্শ্ববর্তী উপজেলা কালিহাতীতে থাকতেন। শুক্রবার সকালে কালিহাতী থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী পাপিয়াকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন। সকাল ৮টার দিকে বাড়ির কাছাকাছি বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে তার স্ত্রী মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়ে যান। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনিসুর রহমান নিজেও পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাপিয়া বেগম (৪৫)। চিকিৎসকের বরাত দিয়ে ফারুক জানান, বর্তমানে তার চাচা আনিছ শঙ্কামুক্ত আছেন।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান জানান, ঘটনাটি আমরা শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে পুলিশকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনকে মিস করবেন টাইগার কোচ ফিল সিমন্স
হাছান মাহমুদ ও তার পরিবারের ৭০টি ব্যাংক হিসাবে ৭৫০ কোটি টাকার লেনদেন
নীতি সুদহার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা
আন্ডারওয়াটার ফটো ও ভিডিও গ্রাফিসহ ‘এআই’ সুবিধা নিয়ে এলো ‘অপো রেনো ১৩ সিরিজ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা