বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১১:৪৯ | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ১১:৪৮

বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

শিব নারায়ণ দাস (৭৮) শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শনিবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড.আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক সায়েম খান। এরপরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মরদেহের প্রতি শ্রদ্ধা জানায়।

আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের আব্দুর রাজ্জাক বলেন, বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ সব মুক্তিযুদ্ধের আন্দোলন সংগ্রামে ভূমিকায় ছিলেন। তার অবদান ভুলে যাওয়ার মতো নয়। তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাময়ী একজন মানুষ ছিলেন।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন করার আগে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহে প্রতি গার্ড অফ অনার দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/জেএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :