ইয়াবা সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা করে দুই যুবক

মাদক সেবনে বাধা দেওয়ায় ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা করে দুই যুবক। এই ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মধ্য কাটাদিয়া গ্রামে।
এসব বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রবিবার সংবাদ সম্মেলন করা হয়েছে।
এ ঘটনায় বাদী হয়ে ওই দিন মামলা দায়ের করেন নিহতের ভাই হাওলাদার মাসুদ।
মামলার সূত্র ধরে তদন্তে নামে বরিশাল জেলা পুলিশ। প্রযুক্তি ব্যবহার করে এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই ইউনিয়নের মধ্য কাটাদিয়া গ্রামের মৃত আইউব আলীর ছেলে মো. ফয়সাল (৩৫) ও মৃত কালাম হাওলাদার কালুর ছেলে লালচাঁন (৩২)।পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম আরও বলেন, ফয়সাল ও লালচাঁন প্রতিনিয়ত ওই বৃদ্ধার ঘরে ও আশপাশে মাদক সেবন করতো। মাদক সেবনে বাধা দেওয়ায় ঘটনার দিন অর্থাৎ প্রায় সাত মাস পূর্বে পরিকল্পিতভাবে ধর্ষণের পর গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে ফয়সাল ও লালচাঁন। এরপর বৃদ্ধার ঘরেই মাটি খুঁড়ে তাকে চাপা দেয় তারা। ফয়সাল ও লালচাঁন দুজনেই মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ সুপার। গ্রেপ্তারকৃত দুজনকে রবিবার আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
(ঢাকা টাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন