বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ২২:৪১| আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২৩:৩৫
অ- অ+

রাজধানীর শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত হত্যাকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। ক্লু-লেস এই হত্যার রহস্য উদঘাটনে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।

এদিকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, এটিএম বুথ ভাঙার কাজে ব্যবহৃত হাতুড়ি, ছেঁনি ও শাবলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় জানায়নি সংস্থাটি।

ডিবি জানায়, গত ১০ এপ্রিল (ঈদুল ফিতরের আগের দিন) ভোর সোয়া ৫টার দিকে শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের নিচতলায় অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গোয়েন্দা গুলশান বিভাগ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে আগামীকাল সোমবার (২২ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়
রাজবাড়ীতে হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা