টেকনাফে এবার সিএনজি থামিয়ে চিকিৎসকসহ দুই জনকে অপহরণ

টেকনাফ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪, ১২:৩১| আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১২:৩৯
অ- অ+
পল্লী চিকিৎসক জহির উদ্দিন

কক্সবাজারের টেকনাফে আবারও অপহণের ঘটনা ঘটেছে। এবার অপহরণের শিকার হয়েছেন স্থানীয় পল্লী চিকিৎসকসহ দুই ব্যক্তি ।

রবিবার রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ও শামলাপুরের মধ্যকার পাহাড়ি ঢালুতে সিএনজি থামিয়ে এই অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত দুজনের একজন হলেন উখিয়ার থাইংখালী এলাকার মাওলানা জাকের হোসেনের পুত্র পল্লী চিকিৎসক জহির উদ্দিন (৫২)। তবে অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

অপহরণের শিকার জহির উদ্দিনের ছোট ভাই সাংবাদিক কমরুদ্দিন মুকুল জানান, ‘আমার মেঝো ভাই প্রতিদিনের মতো চেম্বার শেষ করে একটি জরুরি কাজে বাড়ি ফিরছিলেন। তার সাথে একজন যাত্রীও ছিলো। পথিমধ্যে শামলাপুর ঢালায় আসলে ডাকাতদল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে সিএনজির ড্রাইভার বিষয়টি পরিবারকে জানায়। এরপর থেকে তাদের আর কোনো খবরাখবর পাইনি।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, অপহরণের বিষয়ে খবর পেয়ে তাদের উদ্ধারে খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে গত মার্চ মাসে টেকনাফের হ্নীলা এবং হোয়াইক্যং ইউনিয়নের ২৭ জন মানুষ অপহরণের শিকার হয়েছে। তাদের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কৃষকসহ নানা পেশার মানুষ ছিল। তারা প্রত্যেকেই মুক্তিপণে ফিরে এসেছে। মাঝখানে ঈদ মৌসুমে কয়েকদিন অপহরণকাণ্ড বন্ধ থাকলেও গতকাল রবিবারে নতুন করে আবারো দুইজন অপহরণের শিকার হয়েছে।

এই ধরনের ঘটনা এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার ও অপহরণ চক্রের কবল থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় সচেতন মহল।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা