বৃষ্টির জন্য চুয়াডাঙ্গাবাসীর আকুতি, ইসতিসকার মোনাজাতে মুসল্লিদের কান্না
অতি তীব্র দাবদাহ, সাথে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গাসহ এ অঞ্চলের জনজীবন। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী। চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে এ নামাজে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইসতিসকার নামাজে ইমামতি করেন মাওলানা নুরুদ্দীন। নামাজ শেষে দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র দাবদাহ থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করে পানাহ চাওয়া হয়।
নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ মাওলানা বশির আহমেদ।
(ঢাকা টাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/এসএ)
মন্তব্য করুন