মায়ের মমতা

ড. নেয়ামত ভূঁইয়া
 | প্রকাশিত : ০২ মে ২০২৪, ১৪:৫৭

এখনো যাদের মা আছে বেঁচে

তারা এমনই ভাগ্যবান,

মমতা-প্রসূণের আশিসে ভরা

মা হয় তাদের গুলিস্তান।

মায়ের আদুরে আঁচল ওদের

দুঃখের অশ্রু মোছায়,

মা-হীন মানুষ এই পৃথিবীতে

নিতান্ত অসহায়।

স্বর্গ পাবার তপস্যা করো না

জনহীন জঙ্গলে,

স্বর্গ রয়েছে তোমারই ঘরে;

তোমার মায়ের পদতলে।

স্বর্গের খোঁজে মক্কা-মদিনা,

গয়া-কাশি চষে বেড়ায়,

হতাশ হয়ে অবশেষে ফেরে

নিজের জীর্ণ ডেরায়।

শ্রান্ত দেহে, উছল বাহুতে

জড়িয়ে মায়ের গলায়,

বলে, মা আমার স্বর্গ-জান্নাত

তোমারি পায়ের তলায়।

মায়ের মমতায় আঁচল যখন

মোছে সন্তানের গায়ের ঘাম,

বেহেস্ত থেকে নামে শুভাশিস;

ঈর্ষায় মরে জাহান্নাম।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :