এই প্রথম সাকিব-মুস্তাফিজকে ছাড়া ফাইনাল খেলছে কলকাতা-হায়দরাবাদ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০২৪, ১৫:৩০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের পর্দা নামছে আজ। দীর্ঘ এক মাসেরও বেশি সময় পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। দুদলের কোনোটিতেই কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই, এমন ঘটনা ঘটতে যাচ্ছে প্রথম বার। এর আগে কলকাতা কিংবা হায়দরাবাদ যত ফাইনাল খেলেছে, ততবারই সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজুর রহমানদের অন্তত একজনের সেখানে উপস্থিতি ছিল।

কলকাতা দুবার শিরোপা জয়সহ মোট ৩ বার আইপিএলের ফাইনাল খেলেছে। তিনবারই সাকিব ছিলেন তাদের সঙ্গী। ২০১২ সালের পর ২০১৪ সালে কলকাতাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন টাইগার অলরাউন্ডার। ২০১২ সালে ৯১ রান করার পাশাপাশি বল হাতে ১২ উইকেট নেন তিনি। পরের আসরে ব্যাট হাতে করেন ২২৭ রান, উইকেট নেন ১১টি।

কলকাতা ২০২১ সালেও আইপিএলের ফাইনালে উঠে। তখনও তাদের দলে ছিলেন সাকিব। তবে ফর্মটা সঙ্গী ছিল না বিশ্বসেরা অলরাউন্ডারের। ৪৭ রান করে বল হাতে নিয়েছিলেন মাত্র ৪ উইকেট। সেবার আর শিরোপা জেতা হয়নি কলকাতার।

এ তো গেল কলকাতার কথা, হায়দরাবাদও যতবার ফাইনাল খেলেছে, ততবার কোনো বাংলাদেশি তাদের দলে ছিল। ২০১৬ সালে প্রথম বার ফাইনালে উঠে শিরোপাই জিতে ফ্র্যাঞ্চাইজিটি। আর তাতে বড় ভূমিকা রাখেন কাটার মাস্টার মুস্তাফিজ। মাত্র ৬.৯০ ইকোনমিতে বল করে তিনি তুলে নেন ১৭ উইকেট। ওই আসরে ফিজ হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়।

হায়দরাবাদ ২০১৮ সালে আরও একবার আইপিএলের ফাইনালে উঠে। সেবার তাদের দলে ছিলেন সাকিব আল হাসান। হায়দরাবাদ ওই আসরে শিরোপা জিততে পারেনি, শেন ওয়াটসনের তাণ্ডবে ৮ উইকেটের বড় ব্যবধানে চেন্নাই সুপার কিংসের কাছে। ওয়াটসন ৫৭ বলে করেন ১১৭ রান।

(ঢাকাটাইমস/২৬মে/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :