স্থগিত হওয়া ২৩ উপজেলায় ভোট কবে, জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ মে ২০২৪, ১৬:৪৪ | প্রকাশিত : ২৯ মে ২০২৪, ১৬:২১

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তৃতীয় ধাপের ২৩ উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্থগিত করা এই ২৩ উপজেলার মধ্যে ২০ উপজেলায় আগামী ৯ জুন ভোট অনুষ্ঠিত হবে। আর বাকি তিন উপজেলায় ভোটগ্রহণ হবে ৫ জুন।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘আমরা ঘূর্ণিঝড়ের কারণে প্রথমে ১৮টি উপকূলীয় জেলা ও একটি পার্বত্য উপজেলার ভোট স্থগিত করেছিলাম। পরে বিদ্যুৎ সমস্যার কারণে চাঁদপুরের দুটি উপজেলা এবং সড়ক যোগাযোগ সমস্যার কারণে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ভোট স্থগিত করেছিলাম। মোট দুইবারে ২২টি উপজেলার ভোট স্থগিত করা হয়েছিল। এছাড়া মামলাজনিত কারণে চান্দিনার ভোট স্থগিত করা হয়েছিল।’

তিনি বলেন, ‘স্থগিত হওয়া ২০টি উপজেলার ভোট আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া কুমিল্লার চান্দিনা, চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জের ভোট হবে ৫ জুন।’

৯ জুন যে ২০ উপজেলায় ভোট হবে— বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া, বরগুনার বামনা ও পাথরঘাটা, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা এবং নেত্রকোণা জেলার খালিয়াজুরী।

এরমধ্যে কুমিল্লার চান্দিনায় মামলাজনিত কারণে নির্বাচন স্থগিত হয়েছিল এবং এছাড়া চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ এবং নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় ইভিএমের বিদ্যুৎসংযোগ ও সড়কসংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়।

(ঢাকাটাইমস/২৯মে/এলএম/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

শিগগির সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, শিক্ষাক্রমে আপাতত পুরনো বই ও পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা

বন্যা মোকাবেলায় ক্যাম্পের সংখ্যা বাড়াল সশস্ত্র বাহিনী

৮ হাজার কোটি টাকার কেন্দ্রে বিদ্যুৎ নেই, এটাই উন্নয়নের বিভ্রান্তি: জ্বালানি উপদেষ্টা

উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে: পানিসম্পদ উপদেষ্টা

সিএমএইচগুলোতে চিকিৎসাধীন ছাত্রদের মধ্যে বাড়ি ফিরেছে ৬১০ জন

শিগগির সরকারের রূপরেখা প্রকাশ

পুলিশের লুট হওয়া আরও ৫৬৮ অস্ত্র উদ্ধার

জাতিসংঘে আইসিপিপিইডিতে প্রবেশাধিকারের দলিল জমা দিলো বাংলাদেশ

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯

গণহত্যার বিষয়ে আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্য তদন্তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :