উপজেলা নির্বাচনে সদরপুরের চেয়ারম্যান হলেন বাবুল 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৪, ১৫:১৭| আপডেট : ৩০ মে ২০২৪, ১৫:৩৯
অ- অ+

ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মো. শহিদুল ইসলাম বাবুল (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ৪০ হাজার ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা দুইবারের উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান (মোটরসাইকেল) পেয়েছেন ৩৫ হাজার ৫০৯ ভোট।

নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মো. রফিকুল ইসলাম (উড়োজাহাজ)। তিনি পেয়েছেন ২৯ হাজার ২২২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান শিকদার (তালা) পেয়েছেন ১৮ হাজার ৭৬৭ ভোট।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তামান্না পারভীন (কলস প্রতীক)। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৩৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিনিয়া নাজনীন কল্পনা (প্রজাপতি) পেয়েছেন ২০ হাজার ৯২৬ ভোট।

বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম ৬৮ কেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৩৩৫ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৭৫৩ এবং মহিলা ভোটার ৮৫ হাজার ৫৮২ জন।

(ঢাকা টাইমস/৩০মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম
সেই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন মারিয়া মিম
জবিতে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু ২২ জুন
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা