চারদিকে শুধু লুটপাট চলছে: শামা ওবায়েদ

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘বর্তমানে চারদিকে শুধু লুটপাট চলছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের জনগন এখন দিশেহারা হয়ে পড়েছেন। এমন অবস্থায় জনগণ ফুঁসে উঠছে। যেকারণে সবাই শুধু অপেক্ষায় আছে সরকার পতনের।’
বৃহস্পতিবার বিকালে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি আজ বেঁচে থাকতেন তাহলে উন্নয়নের দিক দিয়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যেতো বাংলাদেশ।’
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সহসভাপতি আলমগীর হোসেন বকুল, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক এসএম ইকরাম হোসেন লাবলু, তৈয়াবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রুহুল আমীন।
(ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/এসআইএস)

মন্তব্য করুন