ভারতে ভয় ধরাচ্ছে তাপপ্রবাহ, দুই ঘণ্টাতেই ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৪, ১১:৪৪
অ- অ+

তাপপ্রবাহ কতটা ভয়ঙ্কর হতে পারে, ভারতে তার প্রমাণ মিলছে হাতেনাতে। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি হাসপাতালে তাপজনিত কারণে মাত্র দুই ঘণ্টায় পরপর ১৬ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিহারের ঔরঙ্গাবাদের একটি জেলা হাসপাতালে তাপজনিত কারণে মাত্র ২ ঘণ্টার ব্যবধানে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত গরম ও তাপপ্রবাহের জেরে অসুস্থতার কারণে আরও কমপক্ষে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহারসহ একাধিক জায়গায় তাপপ্রবাহ বইছে। বৃহস্পতিবার বিহারে তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি। বুধবার ঔরঙ্গাবাদে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যটিতে আগামী দুই দিনের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সমস্ত ওষুধ, আইস প্যাক মজুত রাখা রয়েছে। আরও কুলার আনা হয়েছে। সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হচ্ছে। দুপুরে গরমের মধ্যে যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এরআগে বুধবার বিহারেই তাপপ্রবাহের জেরে একটি স্কুলের কমপক্ষে ১৬ জন ছাত্রী অজ্ঞান হয়ে যায়। অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে না পারায়, রিক্সা ও বাইকে করেই ছাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেগুসরাই ও জামুইয়ের স্কুলেও শীক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর এসেছে। এরপরই রাজ্য সরকারের পক্ষ্য সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৮ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা