মোবাইল হারালে কী করতে হবে, যা বলছে ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২৪, ১৪:২৩| আপডেট : ০৫ জুন ২০২৪, ১৪:৩৫
অ- অ+

মোবাইল ফোন হারালে সেটি ফিরে পেতে থানায় জিডি না করে চুরির মামলা করার পরামর্শ দিয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ।

বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ডিবি প্রধান।

ধর্মমন্ত্রীর চুরি হওয়া মোবাইল উদ্ধার বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিবির এই শীর্ষ কর্মকর্তা বলেন, “অনেকে মোবাইল চুরি হলে জিডি পর্যন্ত করতে চান না। তাদের প্রতি আমাদের অনুরোধ, মোবাইল চুরির সঙ্গে সঙ্গে একটি জিডির মামলা করবেন।”

মোবাইল চুরি রোধে ফোনে স্ট্রং পাসওয়ার্ড এবং পাঞ্জাবির পকেটে মোবাইল ফোন না রাখার পরামর্শও দেন তিনি। বলেন, “কেউ জানাজা বা নামাজ পড়তে যায়, চোরেরা তখন সুযোগ পেয়ে মোবাইল নিয়ে যায়।”

এছাড়া অনুমোদিত বিক্রয় কেন্দ্র ছাড়া অন্য কোনো স্থান বা ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ক্রয় না করা, পুরাতন মোবাইল ফোন ক্রয় না করা, ‘চিকিৎসা করার টাকা নাই, তাই রাস্তায় দাঁড়িয়ে মোবাইল বিক্রয় করতে চাওয়া’ ব্যক্তির কাছ থেকে ফোন ক্রয় না করা, পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত রশিদ ছাড়া মোবাইল ফোন ক্রয় না করার জন্য সবাইকে আহ্বান জানান ডিবিপ্রধান।

(ঢাকাটাইমস/৫জুন/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা