মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় স্থগিত করেননি চেম্বার আদালত, পরবর্তী শুনানি ৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৪, ১৮:৫৮
অ- অ+

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে (৯ম থেকে ১৩ গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে সরকারের জারিকৃত পরিপত্র অবৈধ ঘোষণার করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিতের আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

আগামী ৪ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ তারিখ ধার্য করেন।

কোটা বাতিলে সরকারি পরিপত্র জারির পর ২০২১ সালের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ৫ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে।

ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে নবম থেকে ১৩তম গ্রেডে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা থাকার বিধান বহাল পুনর্বহাল হয়। এ নিয়ে দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। পরে রাষ্ট্রপক্ষ জানায় হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হবে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা এই রায় স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। বিষয়টিতে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওই তারিখ (৪ জুলাই) ধার্য করেছেন আদালত।’

রিটের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, ‘আদালত ৪ তারিখ (৪ জুলাই) শুনানির জন্য রেখেছেন। তাই হাইকোর্টের রায়টি আপাতত বহাল আছে।’

২০১৮ সালের ৪ অক্টোবর ওই পরিপত্রে নবম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয় এবং এক্ষেত্রে বিদ্যমান কোটাপদ্ধতি বাতিল করা হয়। এ পরিপত্রের বৈধতা চ্যালঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সরকারি চাকরিপ্রার্থী ময়মনসিংহের ফুলপুরের অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। শুনানি নিয়ে ২০২১ সালের ৭ ডিসেম্বর এ পরিপত্রের বৈধতা প্রশ্নে রুল দেয় হাইকোর্ট। এর ধারাবাহিকতায় রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় হয় গত বুধবার। এই রায়ের বিরুদ্ধেই উচ্চ আদালতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

(ঢাকাটাইমস/০৯জুন/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা