এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের পাচ্চর এলাকায় গাড়িচাপায় আহমদ ব্যাপারী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাচ্চর এলাকার নাইম ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে কোন পরিবহনের চাপায় তিনি নিহত হয়েছেন তা শনাক্ত করা যায়নি।
নিহত আহমদ ব্যাপারী শিবচর উপজেলার বাহাদুরপুর বালাকান্দি এলাকার মৃত হোসেন ব্যাপারীর ছেলে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাচ্চর নাইম ফিলিং স্টেশনের সামনে এক্সপ্রেসওয়ে পার হয়ে অপর পাশে যাচ্ছিলেন আহমদ ব্যাপারী নামের ওই ব্যক্তি। এসময় ঢাকাগামী অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, 'মহাসড়ক পার হয়ে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন তিনি। এসময় ঢাকাগামী কোনো এক পরিবহন চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।'
(ঢাকা টাইমস/১৩জুন/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন