গভীর রাতে বান্দরবানে খাদে পড়ল ট্রাক, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৪, ১০:৫১| আপডেট : ২২ জুন ২০২৪, ১২:১৯
অ- অ+

বান্দরবান-থানচি সড়কের জীবননগর নীল দিগন্ত পাহাড় থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে একজনের মৃত্যুর খবর জানা গেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খান।

বিজিবি জানায়, খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশবিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

লে. কর্নেল তৈমুর হাসান খান বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বান্দরবান-থানচি রোডে জীবননগর ঢাল এলাকায় থানচিগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে প্রায় ১০০০ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবির ব্যাটালিয়ন সদর থেকে ২টি বিটাইপ টহল ৩০ জন সদস্যসহ দুর্ঘটনাস্থলে ছুটে যায়।

‘সেখানে বিজিবির সদস্যরা স্থানীয়দের সহায়তায় একজনকে মৃত অবস্থায় এবং চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে আহত চারজনকে বিজিবির মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। আর মৃত ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুন/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে কারখানায় ডাকাতি
খুলনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ঈদে রাজধানীতে বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা
এনসিসি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন খোরশেদ আলম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা