ভারতের কাছে বড় হারে বিদায়ের পথে বাংলাদেশ

চলতি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে বড় হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তাতে সুপার এইট থেকে বাংলাদেশের বিদায়ের মঞ্চটাও অনেকটা প্রস্তুত হয়ে গিয়েছে।
শনিবার (২২ জুন) অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের কাছে ৫০ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বড় লক্ষ্য তাড়া করার ম্যাচে বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। শুরু থেকেই দেখেশুনেই খেলতে থাকেন তারা। চার ওভারে তারা তুলে নেন ২৭ রান। তবে এর পরের ওভারেই ঘটে ছন্দপতন। দলীয় ৩৫ রানে হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান লিটন দাস। আউট হওয়ার আগে করেন ১০ বলে ১৩ রান।
লিটন দাসের বিদায়ের পর জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান কুলদীপ যাদব। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউয়ের শিকার হযে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। আউট হওয়ার আগে করেন ৩১ বলে ২৯ রান। তার বিদায়ে ভাঙে ৩১ রানের জুটি।
তানজিদ হাসান তামিমের বিদায়ের পর সাজঘরে ফিরে যান তাওহীদ হৃদয়ও। তাকেও ফেরান কুলদীপ যাদব। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান হৃদয়। তার বিদায়ে ৭৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
তাওহীদ হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। শান্তর সঙ্গে জুটি বেধে শুরুটা ভালোই করেন তিনি। তবে নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তিনি। ৭ বলে ১১ রান করে কুলদীপ যাদবের বলে কাভারে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাকিব। তার বিদায়ে ৯৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
দলের বিপদ আরও বাড়িয়ে দ্রুত সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী। ৩২ বলে ৪০ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। তাসকিনের বদলে একাদশে সুযোগ পাওয়া জাকের আলী ৪ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। এই দুই ব্যাটারের বিদায়ে ১১০ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
১১০ রানে ৬ উইকেট হারানোর পর জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেন। ক্রিজে নেমেই ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চারান রিশাদ। তিন ছক্কা ও ১ চারে মাত্র ১০ বলে ২৪ রান করে জাসপ্রিত বুমরাহর শিকার হযে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ভাঙে ২৮ রানের জুটি।
এই জুটি ভাঙার পর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে বাংলাদেশ। যার ফলে ভারত তুলে নেয় ৫০ রানের জয়।
এর আগে শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন দুই ভারতীয় ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। অবশেষে এই জুটি ভাঙেন সাকিব। এই জুটি ভাঙার পর ভারতীয় ব্যাটারদের আরও চেপে ধরে বাংলাদেশী বোলাররা। যার ফেলে ১০৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভরত। এর পরেই জুটি গড়ে দলকে টেনে তুলেন শিবাম দুবে ও হার্দিক পান্ডিয়া। দলীয় ১৬১ রানে শিবম ফিরে গেলেও অক্ষর প্যাটেলকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে আজ ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তিনি। তার অপরাজিত ২৭ বলে ৫০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে ভারত।
(ঢাকাটাইমস/২২ জুন/এনবিডব্লিউ)

মন্তব্য করুন