এবার প্রেমের টানে নাটোরে চীনা যুবক! ধর্ম পাল্টে করলেন বিয়ে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ জুন ২০২৪, ০৮:৩৬
অ- অ+

প্রেম সত্য, প্রেম শ্বাশত। সেই প্রেমের টানে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বিদেশি নাগরিক বঙ্গদেশে ছুটে এসেছেন। ভালোবাসার মানুষকে বিয়ে করে পেতেছেন সংসার। সেই ধারাবাহিকতায় এবার মুসলিম তরুণীর প্রেমের টানে নাটোরে ছুটে এলেন এক চীনা যুবক।

ঘটনাটি নাটোরের সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের। মুসলিম তরুণী ফাতেমা খাতুন এই গ্রামেরই আবু তাহেরের মেয়ে। গত বৃহস্পতিবার তার সঙ্গে বিয়ে হয়েছে চীন থেকে ছুটে আসা যুবক লি সি জাংয়ের। বিয়ের আগে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন।

জানা গেছে, ৬ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে ফাতেমা খাতুনের সঙ্গে লি সি জাংয়ের পরিচয় হয়। পরে তা প্রেমে রূপ নেয়। এরপর বৃহস্পতিবার নাটোরে এসে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম রীতিতে ফাতেমাকে বিয়ে করেন ওই যুবক।

চীনা যুবক লি সি জাংয়ের বর্তমান নাম আলী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। লি সি জাং ওরফে আলী এবং ফাতেমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে এলাকায় ভিড় করেন উৎসুক জনতা।

এ ব্যাপারে ফাতেমা খাতুন বলেন, ‌‘আমাকে ভালোবেসে লি সি জাং বাংলাদেশে এসেছে। সে আমার জন্য তার ধর্ম ত্যাগ করেছে। সুখ-দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই।’ এ সময় ফাতেমা তার স্বামীর সঙ্গে চীনে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

চীনা নাগরিক লি সি জাং ওরফে আলী বলেন, ‘আমি পেশায় চিকিৎসক। আমি ফাতেমাকে বিয়ে করতে পেরে খুশি। আমি আমার ভালোবাসার মানুষের জন্য ধর্ম পরিবর্তন করেছি। আশা করি আমরা সারাজীবন একসঙ্গে থাকতে পারব।’

সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছে। মেয়েটি শিক্ষিত, সে বিদেশি ভাষা শিখেছে।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘বিদেশ থেকে অনেকে এসে বাংলাদেশে বিয়ে করছে- এ ঘটনা বিভিন্ন এলাকায় ঘটলেও আমাদের এলাকায় প্রথম। আমি দোয়া করি, ফাতেমা ও আলীর (লি সি জাং) দাম্পত্য জীবন সুখের হোক।’

(ঢাকাটাইমস/২৩জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথা কোথাও ঝরবে ভারী বৃষ্টি
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা