ভারতের কাছে হারের পর যা বললেন শান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৪, ০৯:৪৮| আপডেট : ২৩ জুন ২০২৪, ১০:১১
অ- অ+

চলতি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে বড় হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। এই দুই হারে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়টাও তাই একপ্রকার নিশ্চিত বাংলাদেশের জন্য।

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২২ জুন) ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা। এন্টিগায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ভারত। তবে দলীয় ৩৯ রানে ফিরে যান রোহিত শর্মা। এরপর ভিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটে চড়ে ভারত সংগ্রহ করে ১৯৬ রান।

পাহাড়সম রান টপকে জয়ের জন্য ব্যাট করতে নেমে ১৩ রান করে বিদায় নেন লিটন দাস। ক্রিজে টিকে থোকে ইনিংস বড় করতে ব্যর্থ তানজিদ হাসান তামিম। নাজমুল শান্ত ফিরে যান ৪০ রান করে। শেষ দিকে রিশাদ হোসেনের ২৪ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। ২০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান। ফলে ৫০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

বড় হারের পর বাংলাদেশ অধিনায়ক শান্ত জানিয়েছেন কারণ। হারের ব্যাখার কথা জানিয়ে তিনিও বলেছেন ব্যাটিং ব্যর্থতার কথা, ‘আমরা যখন ভারতকে ব্যাটে পাঠিয়েছিলাম তখন ১৬০-১৭০ রান হবে ভেবেছিলাম। কিন্তু তারা ভাল ব্যাটিং করেছে তাদের কৃতিত্ব এটা।’ আবহাওয়া এবং বাতাসের সমস্যা কিনা প্রশ্নে শান্ত বলেন, ‘আমি মনে করি না এটি একটি সমস্যা, খেলোয়াড়রা এটিতে অভ্যস্ত। আমরা ব্যাট হাতে তেমন কিছু দেখাতে পারিনি।’

শান্তর কাঠগড়ায় পাওয়ারপ্লেতে রান করতে না পারা, ‘যখন আমরা ১৯০ রান তাড়া করতে নেমেছিলাম, বিশেষ করে প্রথম ছয় ওভারে আমাদের আরও বেশি কিছু দেখানো দরকার ছিল।’ নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘অবদান রাখার চেষ্টা করি তবে খেলা শেষ করে আসার দরকার ছিল।’

টাইগার দুই বোলারের প্রশংসা করে শান্ত বলেন, 'এই টুর্নামেন্টে তানজিম সাকিব দুর্দান্ত বল করেছে এবং রিশাদের জন্যও খুশি, আমরা এমন একজন বোলার অনেক দিন ধরে খুঁজছি।'

(ঢাকাটাইমস/২৩ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা