একাদশে ভর্তি

প্রথম ধাপে কলেজ পাননি সাড়ে ৮ হাজার ‘মেধাবী’সহ ৪৮ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৪, ১০:৪১| আপডেট : ২৪ জুন ২০২৪, ১০:৫৬
অ- অ+

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিতে প্রথম ধাপে কোনো কলেজ পাননি ৪৮ হাজার শিক্ষার্থী, যার মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে সাড়ে ৮ হাজার।

রবিবার রাত ৮টার পর ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ করা হয়। এর‌পর আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে।‌

প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। ফলাফল অনুযায়ী, দেশের ২২০টি কলেজ ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত একাদশে ভর্তি হতে অনলাইনে আবেদন করেন ১৩ লাখ ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে পছন্দের কলেজ পেয়েছেন ১২ লাখ ৮৭ হাজার শিক্ষার্থী। আর ৪৮ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে কোনো পছন্দের কলেজ পাননি। এর মধ্যে ‘মেধাবী’ বলে বিবেচিত এসএসসিতে ‘সবচেয়ে ভালো ফল’ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৮ হাজারের বেশি। অন্যদিকে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী পায়নি ২২০টি।

নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী এসএসসির ফলাফল ও অনলাইন আবেদনের সময়ে দেওয়া পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত হন। একজন শিক্ষার্থী ১০টি কলেজ পছন্দক্রমে দিতে পারেন। অনেকে পছন্দের দুই, তিন বা চারটি কলেজ পছন্দক্রমে দেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, “পছন্দের কলেজগুলোতে আসন শূন্য না থাকায় ৪৮ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন।”

প্রথম ধাপে যারা কলেজ পাননি, তারা এখন কী করবেন? এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, “এসব শিক্ষার্থীর আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে চলে যাবে। এখন শিক্ষার্থীদের অনলাইন আবেদনে গিয়ে পছন্দক্রমে পরিবর্তন আনতে হবে।”

তবে আসনের কোনো সংকট নেই বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৪জুন/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা