তাহসানের সঙ্গে প্রতিদিনই কথা বলেন মিথিলা!

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৪, ১৪:৩৫
অ- অ+

দাম্পত্যে ছেদ পড়েছে সাত বছর। পরে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিতের সঙ্গে গাঁটছড়া। তাও হয়ে গেল পাঁচ বছর। বলা হচ্ছে রাফিয়াত রশীদ মিথিলার কথা। অভিনেত্রী জানালেন, প্রাক্তন স্বামী গায়ক-অভিনেতা তাহসান রহমানের সঙ্গে প্রতিদিনই কথা বলেন।

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান মিথিলা।

তাহসানের সঙ্গে বিচ্ছেদের সাত বছর পর সম্প্রতি তার সঙ্গে ‘বাজি’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী। সেখানে তাদের মুখোমুখি দেখা হয়েছে, কথাও হয়েছে।

সেই প্রসঙ্গ টেনে মিথিলা বলেন, ‘দর্শকরা ভাবছেন, ২০১৬-এর পর ২০২৪-এ মিথিলা আর তাহসানের দেখা হলো। এটা তো না, আমাদের প্রতিদিনই কথা হয়। ব্যাপারটা ও রকম নয় যে বহু বছর পর দুজনের দেখা হলো। আর পেছনে মিউজিক বাজছে, তা তো নয়।’

বিচ্ছেদের পর সম্পর্ক রাখা স্বাভাবিক কি না— এমন প্রশ্নে মিথিলা বলেন, ‘সব সম্পর্কে বন্ধুত্ব না-ও থাকতে পারে। কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে। এটাই উচিত। আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম— এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে।’

তিনি বলেন, ‘আমি আর তাহসান ১৪ বছর একসঙ্গে থেকেছি, ঘরসংসার করেছি। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি। দুজন দুজনকে ভালো করে জানি। আয়রা (মেয়ে) আমাদের দুজনের কাছে সবার আগে।’

২০০৬ সালে গায়ক ও অভিনেতা তাহসানকে ভালোবেসে বিয়ে করেছিলেন মিথিলা। ২০১৩ সালে তাদের সংসার আলো করে আসে মেয়ে আইরা। একসময় তাহসান-মিথিলাকে শোবিজের আদর্শ দম্পতি হিসেবে মনে করা হতো। কিন্তু ২০১৭ সালে যৌথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তারা, যা চমকে দিয়েছিল গোটা শোবিজ অঙ্গণকে।

এর দুই বছরের মাথায় ২০১৯ সালের ডিসেম্বরে ওপার বাংলার নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা। তার সঙ্গেই এখনো সংসার করছেন। মেয়ে আইরা মিথিলার সঙ্গেই থাকে। অন্যদিকে, তাহসান ব্যক্তিজীবনে এখনো একা। গান, অভিনয় আর শিক্ষকতাই তার জগৎ সংসার।

(ঢাকাটাইমস/২৪জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা