চাকরি ছাড়লেন আনসারের দুজন সহকারী পরিচালক, নেপথ্যে কী?

চাকরি ছেড়েছেন বিসিএস আনসার ক্যাডারের দুজন সহকারী পরিচালক। তারা দুজনই গাজীপুরের সফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপিতে কর্মরত আছেন। গত ২৭ এপ্রিল তাদের চাকরি থেকে অব্যাহতি কার্যকর হয়েছে।
২৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এই দুই আনসার কর্মকর্তা বিসিএস কাস্টমস ও বিসিএস পুলিশ ক্যাডারে চাকরি পেয়েছেন।
সূত্র বলছে, আনসার ক্যাডারে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা আনসারে চাকরি করতে চান না। তারা সরকারের অন্য দুটি বিভাগে চাকরির সুযোগ পেয়েছেন। এ কারণে তারা চাকরি থেকে অব্যাহতি চেয়েছিলেন।
অব্যাহতি দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর আনসার ও ভিডিপি একাডেমির ১ মহিলা আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক রোকসানা ইকবাল জয়া এবং ১০ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. আশিকুর রহমানকে আনসার ক্যাডারের চাকরি থেকে অব্যাহত দেওয়া হলো। এদের মধ্যে রোকসানা ইকবাল জয়া কাস্টমস ক্যাডারে এবং আশিকুর রহমান পুলিশ ক্যাডারের ৪১তম বিসিএসে মনোনীত হয়েছেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/২৫জুন/এসএস/কেএম)

মন্তব্য করুন