বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারের আগুনে একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে লাগা আগুনে খোকন মোল্লা (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আহত আরও একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার দুপুর দেড়টায় লাগা এই আগুন সাত ঘণ্টা পর রাত ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ আগুন লাগে।
নিহত খোকন মোল্লার বাড়ি ভোলা জেলায়। তিনি ওই ট্রলারের শ্রমিক ছিলেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন জানতে চাইলে ফায়ারের এই কর্মকর্তা বলেন, এটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ মুহূর্তে বলা যাচ্ছে না।
নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানতে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়ার সঙ্গে ঢাকা টাইমসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগুনের ঘটনায় একজন মারা গেছে শুনেছি। তবে এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।
মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান বলেন, ট্রলারে থাকা ড্রামে পেট্রোল ও ডিজেল ভর্তি করা হচ্ছিল। এ সময় ট্রলারে চারজন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। সেখান থেকে আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। আগুন লাগার পর প্রায় সব তেলবাহী ড্রাম আগুনে বিস্ফোরিত হয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৬জুন/পিএস/কেএম)