নৌকায় ভোট দিয়ে উন্নয়ন: প্রতিমন্ত্রী পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৪, ১৫:২১
অ- অ+

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, দীর্ঘ ৩৭ বছর চলনবিলে মানুষ অবহেলিত ছিল। এক বস্তা সারের জন্য সাধারণ কৃষককে লাঠিপেটা খেতে হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে কৃষকদের বাড়ি বাড়ি বিনামূল্যে সার-বীজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই এতো উন্নয়ন ও স্বচ্ছতা জবাবদিহিতা সৃষ্টি হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ক্যানসার ও অন্যান্য দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ জন ব্যক্তির মাঝে ১১ লাখ টাকার আর্থিক সহায়তা ও প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে আরও সাত লাখ টাকার চেক বিতরণ এবং কৃষি প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় দুই হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা। উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন প্রমুখ।

(ঢাকা টাইমস/২৮জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা