সুনামগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।
রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের একটি কবরস্থান থেকে এসব চিনি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বেরবেরী হাওরে অবস্থিত একটি কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় চিনিগুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, উপজেলার চিহ্নিত চোরাকারবারিরা ভারত থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে চিনি এনে বিভিন্ন স্থানে মজুদ করে রাখে। তারা মাদক এবং কসমেটিকসও আসে। পরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠায়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, উদ্ধারকৃত ভারতীয় চিনি আদালতের মাধ্যমে নিলাম দেওয়া হবে।
(ঢাকাটাইমস/৩০জুন/পিএস)

মন্তব্য করুন