সাদিক এগ্রোর আরেক খামারে দুদকের অভিযান, মিলল ৬টি ব্রাহমা গরু
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর আরও একটি খামারে আমদানি নিষিদ্ধ ব্রাহমা গরুর সন্ধানে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ অভিযানে আমদানি নিষিদ্ধ ৬টি ব্রাহামা গরু জব্দ করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর মোহাম্মদপুর থানার নবী নগর এলাকার ১৫ নম্বর রোডে সাদিক এগ্রোর একটি খামারে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আক্তার।
দুদক কর্মরতরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদিক এগ্রোতে দুদকের এনফোর্সমেন্ট টিম এসে ৬টি ব্রাহমা গরুর সন্ধান পান। সেখানে প্রতিটি গরু কোটি টাকা মূল্যের বলে দাবি করেছেন কর্মরতরা।
অভিযানে সাদিক এগ্রোর মালিক বা ম্যানেজার কাউকেই পাওয়া যায়নি।
জানা গেছে, প্রাণী সম্পদ অধিদপ্তর গরুগুলো ২৮০ টাকা দরে মাংস বিক্রি করার শর্তে নিলামে দিয়েছিল।
খামারে কর্মরত শ্রমিকরা ঢাকা টাইমসকে জানান, গতকাল (মঙ্গলবার) রাতে গরুগুলোকে সেখানে আনা হয়েছিল।
(ঢাকাটাইমস/০৩জুলা্ই/এইচএম/এমআর)