পাঁচবিবিতে গোঁজামিল দিয়ে রাস্তার কাজের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের মোড় থেকে বাঁশখুর পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজ গোঁজামিল দিয়ে করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঠিকাদার শুরু থেকেই নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার করছেন বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের।
জানা যায়, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে স্থানীয় গ্রামবাসীদের বাধার মুখে ঠিকাদার কিছুদিন কাজ বন্ধ রাখেন। পরে আবার কাজ শুরু করেন তারা। উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকতার্দের ম্যানেজ করেই ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন বলে গ্রামবাসীর অভিযোগ।
স্থানীয় গ্রামবাসীরা জানান, রাস্তার কাজে ব্যবহৃত নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে উপজেলা প্রকৌশলী অফিসে একাধিকবার অভিযোগ করেও লাভ হয়নি।
জানা গেছে, ১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের মোড় থেকে বাঁশখুর পর্যন্ত ২ হাজার ৬৮৫ মিটার রাস্তা পাকাকরণ কাজের বরাদ্দ পান মেসার্স যুব মজুমদার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় ৭ নম্বর কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ মো. ফরহাদ দেওয়ান বলেন, ‘রাস্তা পাকাকরণ কাজে নিম্নমানের দুই নম্বর, তিন নম্বর ইটের খোয়া, ইটভাটা থেকে রাবিশ এনে রাস্তায় দেওয়া হচ্ছে। ঠিকাদারের লোকজন ও প্রকৌশলী অফিসের লোকজনের কাছে অভিযোগ দিয়েও কাজ হয়নি। প্রকৌশলী অফিসের লোক এসে দেখেও কিছু করে না। আমরা সঠিক মানের কাজ চাই।’
প্রথমে কিছুটা সমস্যঅ হলেও এখন ভালো সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে দাবি ঠিকাদার যুব মজুমদারের অংশীদার মো.মাহাবুব এলাহীর। তিনি বলেন, রাস্তায় কাজ শুরুরের দিকে স্থানীয়রা আপত্তি জানালে আমরা সরাসরি রাস্তায় পিকেট ইট এনে ভেঙে কাজ শুরু করেছি। তাছাড়া যেখানে যেখানে নিম্নমানের খোয়া ছিল, সেগুলো অপসারণ করে ভালো খোয়া দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে জানতে পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মো. কাইয়ুমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেননি।
(ঢাকাটাইমস/৪জুলাই/মোআ)

মন্তব্য করুন