লালমনিরহাটে হত্যা মামলার আসামিদের নির্দোষ দাবি পরিবারের

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২৪, ০০:০০

লালমনিরহাটে চাঞ্চল্যকর কলেজ ছাত্র শাহিনুর হত্যা মামলার আসামিদের নির্দোষ দাবি করে মামলার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষিদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আসামিদের পরিবারের সদস্যরা।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রংপুর র‌্যাব-১৩ বরাবর লিখিত আবেদনও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে শহরের মিশন মোড় এলাকার ফুটভ্যালি নামের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসামি মোতালেবের পুত্রবধু আইরিন আক্তার আখি বলেন, গত ১৯জুন রাত ৮টার দিকে লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এলাকায় পাকা রোড দিয়ে বাড়ি যাচ্ছিলেন ৩জন নারী ও ২জন পুরুষ। পথিমধ্যে এনামুল হক নামে একজনকে অন্ধকারে কোনো একজন বাইসাইকেল লাগিয়ে দেয় (ধাক্কা দেয়)। এতে এনামুল আহত হয়। পরে সঙ্গে থাকা লোকজন অন্ধকারে বাইসাইকেল চালককে দেখতে না পেয়ে আঘাতপ্রাপ্তকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

ঘটনার সময় মামলায় উল্লেখিত ১নং আসামি মোতালেব (৫৫) ও ছেলে ২নং আসামি দুলু মিয়া (২৫) উপস্থিত ছিলেন না। এদিকে ওই সময়ের মধ্যে কে বা কারা শাহিনুরকে মারধর করে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে পাশের বাড়ি থেকে কয়েকজন ছুটে এসে দেখেন একই এলাকার আবুল কাশেমের ছেলে কলেজ ছাত্র শাহিনুর ইসলাম (১৯) পাকা রাস্তায় পড়ে আছে। পড়ে স্থানীয় লোকজন শহিনুরকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থান অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থেকে ৭দিন পর ২৬ জুন ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়।

এদিকে গ্রামের কয়েকজন লোকের পরামর্শে পরিকল্পিতভাবে জসিমউদদীন নামে একজন বাদি হয়ে একই পরিবারের ৪ জনের নামে হত্যা মামলা করেন। আসামিরা হলেন মোতালেব (৫৫), ছেলে দুলু মিয়া (২৫), জামাতা এনামুল হক (৩৫) ও জামাতা মিজান মিয়া (২৫)।

সংবাদ সম্মেলনে আসামির পুত্রবধু আইরিন আক্তার আখি বলেন, ‘আমার পরিবারের ৪ আসামি নির্দোষ। তারা কেউ কলেজ ছাত্র শাহিনুরকে মারধর করেনি। বিনা অপরাধে তাদের নামে মামলা দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

তিনি বলেন, ‘নিখুঁতভাবে তদন্ত করলে আসল অপরাধ বেরিয়ে আসবে এবং অসহায় নির্দোষ মানুষ বেঁচে যাবে।’

তিনি মামলার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ, নিহত শাহিনুর ইসলাম (১৯) লালমনিরহাট মহেন্দ্রনগর ইউনিয়নের চিনি পাড়া এলাকার কাশেম আলির ছেলে। তিনি পৌরসভার শেখ শফিউদ্দিন কমার্স কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং পাশাপাশি ইলেকট্রনিক্স মিস্ত্রী ছিলেন।

এলাকাবাসীরা বলেন, শাহীনুরদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। তার বাবা কাশেম আলী পেশায় একজন ভিক্ষুক। তিনি এখনো ভিক্ষাবৃত্তি করেন। তারা অনন্য মানুষের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঘরে থাকে।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, এ বিষয় একটি হত্য মামলা রেকর্ড করা হয়েছে। আসামিরা পালাতক রয়েছেন এবং গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/০৪জুলাই/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :