আসামিসহ প্রিজন ভ্যান আটকে দিলো আন্দোলনকারী শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তৃতীয় দিনের‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে যানবাহন। এই আন্দোলন ঘিরে এবার আসামিসহ প্রিজন ভ্যান আটকে দিলো আন্দোলনকারী শিক্ষার্থীরা।
একপর্যায়ে গাড়িতে থাকা আসামিদের পানি পান করাতে দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের।
গাড়িটিতে দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য বলেন, আমরা মোহাম্মদপুর থানা থেকে কোর্টের দিকে যাচ্ছিলাম। বাকি পথ আসতে পারলেও কাওরানবাজার পৌঁছালে আমাদেরকে সামনে যেতে দিচ্ছে না।
এদিন সকাল ১২ টার পর থেকে কারওয়ানবাজার এলাকায় আন্দোলনে নামতে শুরু করে শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচি ঘিরে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।
(ঢাকাটাইমস/১০ জুলাই/এমআই/এমআর)

মন্তব্য করুন