গুলিস্তান জিরো পয়েন্টে জবি শিক্ষার্থীদের অবস্থান

সরকারি চাকরির সব গ্রেডে ও সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় বৈষম্যমূলক কোটা নিরসনের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট অংশ অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এসময় জবি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
বুধবার বিকাল ৪টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর এই গুরুত্বপূর্ণ এলাকা অবরোধ করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারী যাত্রীরা।
সড়ক অবরোধ করে প্রতিবাদী নানান স্লোগান দেন শিক্ষার্থীরা। স্লোগানের ফাঁকে চলছে প্রতিবাদী গান ও কবিতা। শিক্ষার্থীদের হাতে ও মাথায় শোভা পাচ্ছে জাতীয় পতাকা।
বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা পর্যন্ত এই মহাসড়কটি অবরোধ করে রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালীন— ‘জগন্নাথ আসছে, রাজপথ কাঁপছে’; ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’; ‘আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাঁই নাই’; ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বলে স্লোগান দেন আন্দোলনকারীরা।
এই বিষয়ে আন্দোলনরত ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘সরকারি চাকরিতে কোটার বৈষম্য দূর করতে হবে। আমরা মেধার ভিত্তিতে নিয়োগ চাই। সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে। না হলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।’
উল্লেখ্য, এর আগে একই দাবিতে তাঁতিবাজার সড়ক অবরোধ করেছেন রাখে শিক্ষার্থীরা।
(ঢাকাটাইমস/১০জুলাই/এসআইএস)

মন্তব্য করুন