তীর ধনুক দিয়ে বিবিসির সাংবাদিকের স্ত্রী ও দুই কন্যাকে হত্যা

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক সাংবাদিকের স্ত্রী ও তার দুই মেয়েকে ক্রসবো বা ধনুক দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হত্যাকারী হিসেবে কাইল ক্লিফোর্ড নামে সাবেক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ।
যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশি শহরে অ্যাশলিন ক্লোজ এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ এই হত্যার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, একজন প্রতিবেশী তিনজনকে গুরুতর জখম অবস্থায় দেখার পর পুলিশকে খবর দেয়। কয়েক মিনিটের মধ্যে পুলিশ ও প্যারামেডিকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তিন নারীকে গুরুতর আহত অবস্থায় পায়। প্যারামেডিকদের প্রচেষ্টা সত্ত্বেও ঘটনাস্থলেই মারা যান ওই তিন নারী।
বিবিসি বলছে, নিহত তিন নারী বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের ৬১ বছর বয়সি স্ত্রী ক্যারল হান্ট এবং তার দুই মেয়ে ২৮ বছর বয়সি হান্নাহ হান্ট ও ২৫ বছর বয়সি লুইস হান্ট।
পুলিশ বলেছে, তিনি নারীকে একটি ক্রসবো (ধনুক) ব্যবহার করে হামলা করা হয়েছে। ক্যারল হান্টের বুকে ক্রসবোর একটি বোল্ট বিদ্ধ অবস্থায় পেয়েছেন প্যারামেডিকরা। ক্রসবো ছাড়াও অন্যান্য অস্ত্রও ব্যবহার করা হতে পারে বলেও ধারণা করছে পুলিশ।
এদিকে তিন নারীর সন্দেহভাজন হত্যাকারী হিসেবে ২৬ বছর বয়সি কাইল ক্লিফোর্ড নামে এক ব্যক্তিকে আটক পুলিশ। ক্লিফোর্ড ব্রিটিশ সেনাবাহিনীতে কিছু দিন কাজ করেছিলেন এবং ২০২২ সালে অবসর নেন।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে দিকে এনফিল্ডের ল্যাভেন্ডার হিল কবরস্থানের কাছ থেকে ক্লিফোর্ডকে আটক করে পুলিশ। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল, তবে পুলিশ তাকে কোনো গুলি করেনি। ক্লিফোর্ডকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ বলেছে, তারা বিশ্বাস করে- ক্লিফোর্ড ভুক্তভোগীদের পূর্ব পরিচিত ছিল এবং তাদের মধ্যে কোন সম্পর্ক থাকতে পারে।
(ঢাকাটাইম/১১জুলাই/এমআর)

মন্তব্য করুন