দেশে ফিরলেন ৬৫ হাজার ৮৯৩ জন হাজি, মৃত্যু ৬৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, ১২:৩১
অ- অ+

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৫ হাজার ৮৯৩ জন হাজি দেশে ফিরেছেন। এদিকে এবার হজে গিয়ে এখন পর্যন্ত ৬৪ জন বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ মিয়া (৭৪) নামে একজন মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর এ০৮১০৫৩৩৬।

বৃহস্পতিবার রাত ৩টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৫ হাজার ৮৯৩ জন হাজি । সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১১৭টি ফিরতি হজ ফ্লাইট দেশে এসেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৪টি, সৌদি এয়ারলাইন্সের ৬৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি।

হজ শেষে গত ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৫১ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৫০ জন, মদিনায় পাঁচজন, মিনায় সাতজন ও জেদ্দায় দুইজন মারা গেছেন।

প্রসঙ্গত, এবার হজ পালনে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সৌদি আরবেই দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজ যাত্রী মারা গেলে তার জানাজার নামাজ হয় মসজিদুল হারামে।

(ঢাকাটাইমস/০৩জুলাই/টিএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জলবায়ু উদ্বাস্তু ৮ হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদে
সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা