রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

রাজধানীর পল্লবীতে আজিজ মার্কেটের পাশে একটি ফার্নিচারের কারখানায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে মো. আলাউদ্দিন (১৭) ও রাসেল দাস (২৭) নামে ২ কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ।
এ বিষয়ে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, শুক্রবার দুপুরের দিকে ফার্নিচারের কারখানায় বৃষ্টিতে পানি জমে গেলে কাঠের মালপত্র সারানোর কাজ করছিলেন ওই দুই কর্মচারী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে দুজনেই অচেতন হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জানা যায়, আলাউদ্দিন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মেখেরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। অপরজন রাসেল দাস চট্টগ্রামের পটিয়া থানার কেলিশহর দারোগারহাট গ্রামের রতন দাসের ছেলে। দুজনেই পল্লবী এলাকায় ভাড়া থাকতেন।
এসআই আরও বলেন, ‘নিহতদের পরিবারের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি নিহতরা ঘটনাস্থলের ফার্নিচারের কারখানার কর্মচারী ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
(ঢাকাটাইমস/১৩জুন/এলএম/এমআর)

মন্তব্য করুন