মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতকারী সাবেক ইউপি চেয়ারম্যানের বিচার দাবি

​​​​​​​জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৪, ১৬:৫৬
অ- অ+
বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আলহাজ চাঁন মিয়া।

মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আজকের এই স্বাধীন সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মুক্তিযোদ্ধারা ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীরযোদ্ধা। তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাদের জীবন উৎসর্গ করেছিলেন।লাঞ্ছিতকারী সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুরের বিচার দাবিতে অনুষ্ঠিত সভা।

অথচ বাঙালির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা প্রতিনিয়ত লাঞ্ছিত অপমানিত হচ্ছেন।

তেমনই এক ঘটনা ঘটেছে শরীয়তপুরের জাজিরার বিকে নগর ইউনিয়নে।

গত ২১ মে (বুধবার) জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের দিন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আলহাজ মো. চাঁন মিয়াকে লাঞ্ছিত করেছেন বিকে নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর সরদার।

ওইদিন বিকাল ৪টার দিকে বিকে নগর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে তাকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী অনেকে হতভম্ব হয়ে পড়েন।

তবে কী কারণে সাইদুর চেয়ারম্যান এ কাণ্ড ঘটিয়েছেন তা জানেন না মুক্তিযোদ্ধা চাঁন মিয়া।

তিনি ঢাকা টাইমসকে বলেন, আমি কিছুই বুঝতে পারিনি সে কেন এ কাণ্ড ঘটিয়েছে। তার এমন আচরণে আমি হতবাক হয়ে পডি।

তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক চেয়ারম্যান সাইদুর সরদার।

তিনি ঢাকা টাইমসকে বলেন, উনার সঙ্গে আমার এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তাছাড়া উনার সঙ্গে আমার সম্পর্ক ভালো। উনি আমার চাচা হন।

এদিকে ঘটনার প্রায় দুই মাস পর শুক্রবার (১২ই জুলাই) জাজিরা মুক্তিযোদ্ধা ভবনে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে মুক্তিযোদ্ধার সন্তানসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাইদুর সরদারের বিচার দাবি করেছেন।

সভায় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা