সাতক্ষীরায় কৃষকের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ এসআই মাসুদের বিরুদ্ধে

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৪, ২১:১৯
অ- অ+

পুলিশ জনগণের বন্ধু এমন স্লোগান স্যোশাল মিডিয়ায় প্রচার হতে দেখা গেলেও বাস্তবতা ভিন্ন। মাঝে মাঝে ব্যতিক্রম ঘটনাও ঘটে। তেমনি একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। আমির হোসেন গাজী (৪৬) নামে কৃষকের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে থানার কলারোয়া থানার উপপরিদর্শক(এসআই) জাকারিয়া মাসুদের বিরুদ্ধে।

উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগেও কলারোয়া থানার ভিতরে আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনুকে বেপরোয়া মারধর করার অভিযোগ রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে।

কৃষক আমির হোসেন গাজী (৪৬) ওই গ্রামের মৃত নিছার আলী গাজীর ছেলে।

ভুক্তভোগী কৃষক জানান, তিনি জানান পাখি মারার উদ্দেশে বের হয়ে নজরুল সাহেবের ভাটার সামনে পৌঁছালে ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের হাসান দালাল ও এসআই জাকারিয়ার নেতৃত্বে ৬-৭ জনের একটি দল তাদেরকে ঘিরে ধরে। আতঙ্কিত হয়ে কৃষক আমির হোসেন দৌড়ানোর চেষ্টা করলে এসআই জাকারিয়া ও হাসান দালাল মিলে তাকে বে-ধড়ক মারপিট করে হাত ও পা ভেঙে দেয় এবং চিৎকার করে বলে পুলিশকে দেখে দৌড়ানোর সাজা কী দেখ। পরে গুরুতর আহত আমির হোসেনকে চিকিৎসা না করিয়ে বিকাল ৩টা পর্যন্ত থানায় আটক করে রাখা হয়।

এ ঘটনায় কৃষক আমির হোসেনের স্ত্রী মোছাম্মৎ রত্না বেগম নির্দোষ স্বামীকে মারধর করার উপযুক্ত বিচার দাবি করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বাপ্পী কুমার দাস বলেন, হাত ও পায়ে ব্যান্ডেজ নিয়ে তিনি শনিবার হাসপাতালে আসেন।

ঘটনার সত্যতা জানার জন্য ঢাকা টাইমসের পক্ষ থেকে অভিযুক্ত এস আই জাকারিয়া মাসুদের কাছে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।

(ঢাকাটাইমস/১৩জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা