ফরিদপুর মেডিকেলের পরিচালককে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৪, ১৫:৫৭| আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৬:০৩
অ- অ+

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, সেবাগ্রহীতাদের হয়রানি, সংবাদকর্মীর সঙ্গে অসদাচরণের প্রতিবাদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা। রবিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই কর্মসূচি পালিত হয়।

এর আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ সাংবাদিকদের কর্মপরিবেশ তৈরির দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, মফিজ ইমাম মিলন, সঞ্জীব দাস, নাজিম বকাউল ও মো. সেলিম মোল্লা।

সাংবাদিকরা আধা ঘণ্টা মানববন্ধন কর্মসূচির শেষে হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবিরের অপসারণের দাবিতে মুজিব সড়কে অবরোধ করেন। তারা সময় সড়কে বসে পড়েন।

সাংবাদিকরা বলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে ডা. হুমায়ুন কবির দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকেই নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। শুধু ফরিদপুর জেলা নয় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সেবাপ্রত্যাশীরা নানা ভোগান্তির শিকার হচ্ছে এখানে। এ ছাড়া সংবাদ সংগ্রহ করতে গেলে অসহযোগিতা সংবাদকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

গত জুলাই দুপুরে হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের ফটোসাংবাদিক সাপে কাটা রোগীর ছবি ভিডিও করতে গেলে তাকে হাসপাতালে আটকে রাখা হয়। পরে জেলা প্রশাসক পুলিশ সুপারের হস্তক্ষেপে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ তাকে উদ্ধার করে।

পরে সংবাদকর্মীরা সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে জরুরি সভায় ফটোসাংবাদিক আটকের ঘটনায় তীব্র নিন্দা পরিচালক হুমায়ুন কবিরের প্রত্যাহার দাবি জানানো হয়।

(ঢাকাটাইমস/১৪জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা