ইউরোর সেরা খেলোয়াড় স্পেনের রদ্রি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৪, ১১:২১
অ- অ+

রুদ্ধশ্বাস ফাইনালে ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সেই সঙ্গে ইউরো পেলো অপরাজিত চ্যাম্পিয়ন। ইউরোর ফাইনালের প্রথম হাফ শেষ হওয়ার আগেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন স্পেনের মিডফিল্ডার রদ্রি। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে যে পারফর্মেন্স দেখিয়েছেন তিনি, তার জন্য সেরার পুরস্কারটা প্রাপ্যই ছিল রদ্রির।

বার্লিনে রবিবার (১৪ জুলাই) রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোর শিরোপা জেতে স্পেন। চ্যাম্পিয়ন হওয়ার পথে সবকটি ম্যাচ জিতেছে তারা। আর সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রদ্রি।

স্পেনকে শিরোপা জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রদ্রি। টুর্নামেন্টের সাত ম্যাচ খেলে করেছেন একটি গোল। পুরো টুর্নামেন্টে ৪১১টি সফল পাস দিয়েছেন তিনি। যার শতকরা হার ৯২.৮৪।

তবে, ফাইনালে প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তির কারণে রড্রিকে অর্ধেক সময়ে পরিবর্তন করতে হয়, এবং তার জায়গায় রিয়াল সোসিয়েদাদের মার্টিন জুবিমেন্দি মাঠে নামেন।

এদিকে স্পেনের উইঙ্গার লামিন ইয়ামাল জিতেছেন টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার। ইয়ামাল এবারের ইউরোতে একটি গোলের পাশাপাশি টুর্নামেন্ট সর্বোচ্চ ৪টি অ্যাসিস্টও করেছেন। এছাড়াও সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে মেজর কোন শিরোপা জিতলেন লামিন ইয়ামাল। তিনি ভেঙেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ড। ১৯৫৮ সালে ১৭ বছর ২৪৯ দিনে বিশ্বকাপ জিতে এতদিন সবচেয়ে কম বয়সে কোন মেজর টুর্নামেন্ট জিতে রেকর্ডটা নিজের করে রেখেছিলেন পেলে। তার রেকর্ড ভেঙে মাত্র ১৭ বছর ১ দিনে ইউরো জিতে এই রেকর্ড গড়লেন ইয়ামাল।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা