ঐশ্বরিয়াকে কটাক্ষ: ১০ বছর পর ছাপাই দিলেন ইমরান হাশমি

বলিউডের প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ ঐশ্বরিয়া রাইকে ‘প্লাস্টিক সুন্দরী’ বলে কটাক্ষ করেছিলেন ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমি। ঘটনা ২০১৪ সালের। সে সময় করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়ে বচ্চন পুত্রবধূকে নিয়ে ওই বেফাঁস মন্তব্য করেন তিনি।
ওই ঘটনার ১০ বছর পর অবশেষে নিজের মন্তব্যের জন্য সাফাই দিলেন ইমরান হাশমি। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে এই নায়ক জানান, ঐশ্বরিয়া যদি তার মন্তব্যে মনে কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি প্রাক্তন মিস ওয়ার্ল্ডের কাছে ক্ষমা চাইতে রাজি আছেন।
সে দিনের মন্তব্য সম্পর্কে ইমরান বলেন, ‘করণ জোহরের র্যাপিড ফায়ার প্রশ্নের মুখোমুখি যখন হই, তখন আমাকে কয়েকজন বলিউড নায়িকার নাম বলা হয়েছিল। তাদের নাম শুনে প্রথম কোন জিনিসটি মনে আসে, সেটাই বলতে বলা হয়েছিল। সেখানেই ঐশ্বরিয়ার নাম শুনে বলেছিলাম প্লাস্টিক সুন্দরী।’
নায়ক দাবি করেন, ‘এ ধরনের মন্তব্য আমি সচেতনভাবে তখন করিনি। কোনো কিছু ভেবে বলিনি। সেই সময় যা মুখে এসেছিল, সেটাই বলে দিয়েছিলাম। কোনো কিছু ভেবে বলিনি।’
তিনি আরও বলেন, ‘আমার সত্যিই অনুশোচনা হয়। একাধিকবার বলেছি, যাদের নিয়ে কথা বলেছিলাম, তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি। নিছক মজার ছলে বলা আমার সেই মন্তব্য মোটেই রুচিশীল ছিল না। বিষয়টি নিয়ে যদি ঐশ্বরিয়ার খারাপ লেগে থাকে, আমি তার কাছে ক্ষমা চাইতে রাজি।’
শোনা যায়, ইমরান হাশমির ওই মন্তব্যের পর এই নায়কের উপর বেজায় চটেছিলেন ঐশ্বরিয়া। একটি অনুষ্ঠানে গিয়ে ক্ষোভও ঝেড়েছিলেন। এমনকি, সে সময় ইমরানের বিপরীতে একটি সিনেমার প্রস্তাব এলেও সেটিও নাকি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু এবার কি তিক্ততা কমবে রাই সুন্দরীর?
(ঢাকাটাইমস/১৬জুলাই/এজে)

মন্তব্য করুন