সায়েন্সল্যাবে পুলিশবক্স ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৫:৩৭| আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৫:৪১
অ- অ+

কোটা সংস্কারের দাবিতে এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ভাঙচুর করা হয় একটি পুলিশবক্স।

মঙ্গলবার দুপুর তিনটার দিকে সায়েন্সল্যাব মোড়ে এই ঘটনা ঘটে।

এর আগে দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধে নামেন ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, নূর মোহাম্মদ কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। এদের বেশিরভাগই ইন্টারমিডিয়েট পর্যায়ের শিক্ষার্থী। এতে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ওই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। মাঠে নামেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ।

বর্তমানে এলিফ্যান্ট রোডের পাশে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা আর নিউমার্কেট এলাকায় অবস্থান নিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। থেমে থেমে তাদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া চলছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা