ঢাবির রোকেয়া হলের ছাত্রলীগনেত্রীদের বের করে রাজনীতিমুুক্ত হল ঘোষণা শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগনেত্রীদের বের করে দিয়েছেন ওই হলের সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে রোকেয়া হলকে রাজনীতিমুক্ত ঘোষণা করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রাধ্যক্ষের সাক্ষরে লিখিত ঘোষণা জারি করেন।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। একে একে নেত্রীদের বের করে দেওয়ার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ছাত্রলীগের রোকেয়া হল শাখার সভাপতি এবং ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসেনকে ধরে বের করে দেওয়া হচ্ছে।
এরপরই শিক্ষার্থীরা রোকেয়া হল রাজনীতিমুক্ত ঘোষণার সিদ্ধান্ত নেন। এ সময় চাপের মুখে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন লিখিত ঘোষণায় স্বাক্ষরও করেছেন।
লিখিত ঘোষণায় বলা হয়েছে, ‘আমরা রোকেয়া হলের মেয়েরা আজ এই মর্মে লিখিত নিচ্ছি যে, আজ ১৭-০৭-২০২৪ তারিখ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জামাত-শিবির ইত্যাদি) নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের পলিটিক্যাল রুম বা গণরুম থাকবে না, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হলে হবে না, কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সাথে থাকবে না।’
তারা আরও বলেন, ‘আমরা হলের মেয়েরা যদি এসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভোস্টকে নিতে হবে। আজ থেকে রোকেয়া হলকে ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করা হলো।’
এদিকে শিক্ষার্থীদের আক্রমণ থেকে বাঁচাতে হলের আবাসিক শিক্ষক ও প্রাধ্যক্ষ ছাত্রলীগনেত্রীদের নিরাপদে বের হতে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইসহ নেতাকর্মীরা রাত এগারোটার দিকে হলে প্রবেশ করেন। হলের অন্যান্য শিক্ষার্থীরা এটা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের কর্মীদের তাদের কক্ষ থেকে বের করে নিয়ে আসেন। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রাধ্যক্ষের উপস্থিতিতে তাদের বের করে দেয়া হয়।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এসকে/এসআইএস)

মন্তব্য করুন