কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ববিতে শহীদ বেদি স্থাপন

ববি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ১১:৪৯| আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১২:০৬
অ- অ+

সারাদেশে কোটা আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সাধারণ শিক্ষার্থীরা শহীদ বেদি নির্মাণ করেছেন। অধিকার আদায়ের আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্মকে জানানোর জন্যই এই বেদি নির্মাণ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে রাস্তার পাশে এই শহীদ বেদি নির্মাণ করা হয়। বেদির উচ্চতা ৩ ফুট। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চাঁদা তুলে এই বেদি নির্মাণ করেছেন কোটা আন্দোলনে শহীদ ভাইদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে।

নির্মাণ শেষে রাত সাড়ে ৯টায় আজকের আন্দোলন শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নিহতদের স্মরণে শহীদ বেদিতে সালাম বিনিময় করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ বলেন, কোটা আন্দোলনে আমাদের সাহসী নিরস্ত্র ভাইয়েরা অস্ত্রের মুখে দাঁড়িয়ে বীরের মতো বুক পেতে দিয়ে শহীদ হয়েছেন। পৃথিবীর ইতিহাসে এটা বীরল যে অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে নিরস্ত্র মানুষকে পুলিশ এভাবে গুলি করে মারছে। আন্দোলনকারী শিক্ষার্থীর এই সাহসী শহীদদের স্মরণে রাখতে শহীদ বেদি নির্মাণ করছেন। তিনি আরও বলেন, আমরা মনে করি আমাদের পরবর্তী প্রজন্মকে এটি লড়াইয়ের অনুপ্রেরণা জোগাবে এবং সত্যের পক্ষে লড়তে মানুষকে উজ্জীবিত করবে।

উল্লেখ্য, আন্দোলনকারী শিক্ষার্থীদের যেদিন দাবি আদায় হবে সেদিনই এই বেদির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

(ঢাকা টাইমস/১৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা