বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে যা লিখলেন কলকাতার জনপ্রিয় নায়িকা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ১২:২৯| আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১২:৩৭
অ- অ+

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এরইমধ্যে মতামত দিয়েছেন দেশের অনেক তারকা। এই আন্দোলনে হতাহতের ঘটনায় নিন্দাও জানিয়েছেন। এবার বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি নিয়ে লিখলেন ওপার বাংলার স্বস্তিকা মুখোপাধ্যায়।

টলিউডের এই জনপ্রিয় নায়িকা বুধবার মধ্যরাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি চিত্রকর্ম শেয়ার করেছেন। যেটির বুকের উপরে লেখা, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর!’ ছবিটি পোস্ট করে লম্বা লেখনিতে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন স্বস্তিকা।

ফেসবুক পোস্টে যা লিখেছেন অভিনেত্রী

‘প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই, তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।’

‘এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম। খুব ইচ্ছে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরণী দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না, মাও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি।’

‘কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছগুলিও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘগুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ।’

একটি কবিতার কয়েকটি লাইনও তুলে দিয়েছেন স্বস্তিকা-

‘ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়

দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ

তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া?

নিচু হয়ে বসে হাতে তুলে নিই

তোমার ছিন্ন শির, তিমির।’

অভিনেত্রী আরও যা লিখেছেন

‘এমন এক আপ্যায়ন প্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, ওমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখবো? নয়নজুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব।’

‘আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করবো বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো- সেই আমাদের আলো… আলো হোক, ভালো হোক সকলের।’

(ঢাকাটাইমস/১৮জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানের নেতৃত্বে সকল চক্রান্তের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা প্রস্তুত: নীরব 
দুর্নীতি, লুটপাট ও হানাহানির রাজনীতি বন্ধে ছাত্রজনতার ঐক্য জরুরি: ডা. ইরান
স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাওলানা আবদুল হালিম
দেশে আর কোনো ফ্যাসিস্টের আস্তানা করতে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা