রণক্ষেত্র রামপুরা, মোটরসাইকেল-পুলিশ বক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ১৩:৫১| আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৫:২৬
অ- অ+

রাজধানীর রামপুরা পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন দেওয়া ঘটনা ঘটেছে।এছাড়া রামপুরা হাজীপাড়া বেটার লাইফ হাসপাতালের সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে শিক্ষার্থীরা।

বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা জানান, আন্দোলনের সময় ওই এলাকায় ১০-১২টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, পুলিশ তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বেধে যায়। পরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে পুলিশ সদস্যদের ধাওয়া দেয়।

এদিকে ঘটনার ভিডিও ধারণ করতে থাকা বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা পারসন হাসান বিশ্বাস আহত হন। তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ টেলিভিশনের ২ ও ৩ নম্বর গেটের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। তবে সেখান থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুপুর পৌনে ১২টায়ও এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এ কর্মসূচি ঘিরে সকালে উত্তরায় প্রথম সংঘর্ষ শুরু হয়। এরপর রাজধানীজুড়ে তা ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাজধানীর বসুন্ধরা, রামপুরা, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, পুরানা পল্টন ও গুলিস্তান, ধানমন্ডি এলাকায় সংঘর্ষ হয়েছে।

এর আগে বুধবার রাতে রাজধানীসহ সারাদেশে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিয়াম নামে এক তরুণ যাত্রাবাড়ীতে মারা যান। এছাড়া মঙ্গলবার দেশব্যাপী সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়।

ঢাকাটাইমস/১৮জুলাই/এসএস/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির 
সাগর-রুনি হত্যামামলা: ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে, আদালতকে রাষ্ট্রপক্ষ
ছয় বিভাগে কমবেশি বৃষ্টির আভাস, বাড়বে শুক্রবার
নোয়াখালীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা