ইন্টারনেট না থাকাটা ইতিবাচক হিসেবে দেখছেন মোশাররফ করিম, কারণ…
কোটা সংস্কার আন্দোলন ও সংঘর্ষের জেরে দেশব্যাপী টানা পাঁচ দিন বন্ধ ছিল ইন্টারনেট সেবা। বিপাকে পড়েছিল ছোট-বড় ব্যবসায়ী এবং উদ্যোক্তা থেকে শুরু করে কোটি কোটি সাধারণ মানুষ। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে চালু হয়েছে ইন্টারনেট।
তবে অসংখ্য মানুষ সাময়িক ক্ষতির মুখে পড়লেও ইন্টারনেট বন্ধ থাকার এ বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এর কারণও তিনি ব্যাখ্যা করেছেন। পাশাপাশি আপদকালীন এই অবসরটা তিনি কীভাবে অতিবাহিত করছেন, তাও জানিয়েছেন।
দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ থাকার বিষয়ে মোশাররফ করিম বলেন, ‘ইন্টারনেট বন্ধ থাকায় ক্ষতি যেমন হয়েছে, এর একটা ইতিবাচক প্রভাবও পড়েছে। মানুষের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভরশীলতা কমেছে। জীবনকে নতুনভাবে উপলব্ধি করা হচ্ছে। অনেকেই বই পড়ায় ফিরে গেছেন।’
অভিনেতা জানান, এই অবসর সময়টা তিনিও বই পড়ে এবং টিভিতে খবর দেখে পার করছেন। মোশাররফ করিম বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে কারফিউয়ের এই সময়ে সব কাজ বন্ধ। বাসায় বসে বই পড়ে, টিভিতে খবর দেখে সময় কাটছে।’
অন্যদিকে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী যে সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে, তা নিয়ে উদ্বিগ্ন বলে জানান মোশাররফ করিম। বলেন, ‘আধুনিক সময়ে এসে দেশের এমন স্থবির অবস্থা একেবারেই কাম্য নয়। আশা করছি, দ্রুত সবকিছু আবার আগের মতো সুন্দর ও স্বাভাবিক হবে।’
(ঢাকাটাইমস/২৪জুলাই/এজে)