মেয়েদের আইসিসি র্যাঙ্কিং: নিগারের উন্নতি, অবনতি নাহিদা-মারুফাদের

কিছুদিন আগেই পর্দা নেমেছে নারী এশিয়া কাপের। যেখানে সেমফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। পুরো আসরে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ছিল খুবই শোচনীয়। বড় দলগুলোর সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। সেমিফাইনালেও একই কারণে করুণ পরিণতি হয় টাইগ্রেসদের, মাত্র ৮০ রানে গুটিয়ে গিয়ে ভারতের কাছে ১০ উইকেটে। এমন হতাশার মাঝে কিছুটা ব্যতিক্রম বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যে কারণে তিনি আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন।
বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আজ (মঙ্গলবার) নারী ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে ৬১২ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়েছে জ্যোতি। তিনি উঠে এসেছেন ১৪তম স্থানে। এ ছাড়া টি-টোয়েন্টি ব্যাটিংয়ে প্রথম ৪৫ জনের মধ্যে বাংলাদেশের আর কেউ নেই।
শ্রীলঙ্কাকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করা চামিরা আতাপাত্তুও এগিয়েছেন ৩ ধাপ, উঠে এসেছেন ৬ নম্বরে। শ্রীলঙ্কার ব্যাটার এশিয়া কাপে একটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন দুটি।
ফাইনালে ৪৩ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলা আতাপাত্তু টুর্নামেন্টে রান করেছেন সর্বোচ্চ ৩০৪। এক ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন স্মৃতি মান্দানা। ফাইনালে ৬০ রানের ইনিংস খেলেছিলেন ভারতের ক্রিকেটার। যদিও শেষ পর্যন্ত থাকতে হয়েছে পরাজিত দলে। বাংলাদেশের নিগার ৩ ম্যাচে রান করেছিলেন ১৪২। গড়টা ১৪২ হলেও স্ট্রাইকরেট ছিল ১০০ এর নিচে-৯৬.৫৯।
বল হাতে বাংলাদেশের রাবেয়া খাতুন নিচে নেমে গেছেন ৪ ধাপ। বর্তমানে তার অবস্থান ১০ নম্বরে। ভারতের বিপক্ষ সেমিফাইনালে কোনো উইকেট পাননি রাবেয়া। ২ ওভার বোলিং করে রান দিয়েছিলেন ১০। বল হাতে পিছিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আকতারও।
৫ ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন এই স্পিনার। ৪ ধাপ পিছিয়ে পেসার মারুফা আকতারের অবস্থান এখন ৩০ নম্বরে। নাহিদা ও মারুফা দুজনেই ভারতের বিপক্ষে খরচে ও উইকেটশূন্য ছিলেন।
সেমিফাইনালে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন সাদিয়া ইকবাল। তাতে এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চার নম্বরে উঠে এসেছেন। ভারতের রেনুকা সিং ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫ নম্বরে।
(ঢাকাটাইমস/৩০ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন